অ্যান্টার্কটিকা মহাদেশের বরফের রাজ্যে বড় ফাটল

পৃথিবীর একমাত্র বরফে ঘেরা বৃহতম অঞ্চল এন্টারটিকার হীম শইলে বড় শড় ফাটল দেখা গেছে । আইস শেল্ট এ এই ফাটল দেখা গেছে প্রথম ফাটল দেখার প্রায় ১০ বছর পর দ্বিতীয় এই ফাটলটি বিজ্ঞানীদের নজরে আসে । এই হীম শৈলটি কয়েক বছর ধরেই পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা । ৪৯০ স্কয়ার মাইল এর এই হীম শৈল নিউইয়র্ক শহরের চেয়ে বড় । ব্রিটিশ এন্টারটিক সার্ভে করতিপক্ষ বলছে এর আকার এক হাজার ২৭০ স্কয়ার কিলোমিটার ।
দ্যা হেলের রিসার্চ সেন্টার জানান এ ধরনের ঘটনা সত্যি অপত্তাশিত । কারন ১৫০ মিটার পুরু এই শেল্টটি একদম মহাদেশের সাথে অবস্থিত । বিজ্ঞানীরা স্যাটেলাইট এর ছবি আর জিপিএস দিয়ে এর তদারকির পরেই বুঝতে পারছিলেন এই অঞ্চলের বরফের স্তরে বড় ফাটল দেখা যাবে । বিজ্ঞানীরা জানান হীম শৈলটি ভেঙ্গে এখান থেকে সরেও যেতে পারে আবার আশেপাশেও থাকতে পারে ।
দিন দিন বরফের স্তর ভেদ করে লম্বা হচ্ছে এই ফাটল । সব তথ্যই পাঠানো হচ্ছে ক্যামব্রিজ এ পর্যালোচনার জন্য । এন্টারটিকায় শীতকাল চলার পর ও কেন এ ধরনের বিপর্যয় হলো তা নিয়ে বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাজ । ভাঙ্গনের সময় এন্টারটিকার তাপমাত্রা ছিল মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস । এই হীম শৈল এর ভাঙ্গনের ফলে ঝুকির মুখে পড়তে পারে এখাকার বাস্তুসংস্থান ।
এর আগে ২০১৭ সালে এতো বড় হীম শৈল ভেঙ্গে যায় বরফ খন্ড মিশে যায় সাগরে । এন্টারটিকার পরিবেশ আর মহাকাশ গবেষণায় জন্য ১৯৫৬ সাল থেকে এন্টারটিকা রুট আইস শেল্ট এ ৬ টি প্রতিষ্ঠান গবেষনা চালাচ্ছে । পৃথিবীর দুই পোলার অঞ্চল এর একটি এন্টারটিকা এই মহাদেশের ৯৮ শতাংশই বরফে ঢাকা থাকে । পৃথিবীর ৬১ শতাংশ বিশুদ্ধ পানির উদস এই এন্টারটিকা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *